নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে বিনা অনুমতিতে সরকারি গাছ কাটার অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে ২৬ টি ইউক্যালিপটাচ কাটা গাছ জব্দ করা হয়েছে। অভিযোগে জানা যায় উপজেলার শালখুরিয়া ইউনিয়নের অন্তর্গত দলা মৌজার তুলশিগঙ্গা নদীর ধারে চাপড়া নামক স্থানে সরকারি জায়গার ইউক্যালিপটাচ গাছ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামের সাইদুল ইসলাম তার জমির গাছের সাথে বিক্রি করে। ওই বিক্রি করা গাছ গুলি গত ২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ ইং তারিখে কাটা হয়।বিষয়টি স্থানীয়রা মোবাইল ফোনে সহকারী কমিশনার(ভূমি)কে অবগত করলে সহকারী কমিশনার (ভূমি) শালখুরিয়া ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা(তহশীলদার) ফরিদ আহম্মদকে বিষয়টি দেখার মৌখিক নির্দেশ প্রদান করেন। সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ভাবে ৭টি গাছ জব্দ করে শালখুরিয়া ইউনিয়ন পরিষদে নেন। এরপর বিষয়টি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের হলে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা অভিযোগটি সহকারী কমিশনার(ভূমি) এবং ওসি নবাবগঞ্জ থানাকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ১২ জানুয়ারর বিকেলে সহকারী কমিশনার(ভূমি) কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে আসেন এবং জমি মাপযোগ করে সরকারি জায়গার উপর থেকে বিনা অনুমতিতে ২৬টি গাছ কাটার প্রমান পান। এ সময় তিনি ১৯ টি গাছের মাঝারী ধরনের ৩৪ টি গোলাই জব্দ করেন।তিনি জানান বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসারকে জানাবেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লেখ্য অভিযোগে উল্লেখ করা হয় ৫ নং পুটিমারা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার কবিরুল ইসলামের নেতৃত্বে ২৫ জনের গ্রুপ গাছগুলো কেটে প্রায় বড়-বড় গাছের গোড়ালি সহ প্রাশ ৩ ট্রাক গাছ পাচার করে নিয়ে গিয়ে সরকারের বিপুল পরিমাণ অর্থে ক্ষতি সাধন করে।আর গত বৃহস্পতিবার ১২ জানুয়ারী সহকারী কমিশনার(ভূমি) কামরুজ্জামান সরকার বিনা অনুমতিতে ২৬ টি সরকারী গাছ কাটার প্রমান পেলেও পুর্বে জব্দ-০৭ টি গাছে। অবশিষ্ট-১৯ গাছের ছোট-ছোট ৩৪ টি ডুম গননা করে শালখুরিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মতিয়ার রহমানকে গাছের ডুমগুলো সরকারী ভাবে বহন করে জমা করার দায়িত্ব অর্পণ করেন।গননায় দেখা গেছে ০৯ টি গাছের গোড়ালি পাওয়া গেলেও ১৭ টি গাছ গোড়াসহ পাওয়া যায়নি।এ ব্যপারে এলাবাসী বিনা অনুমতিতে সরকারী গাছ কেটে আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের সুদৃষ্ট কামনা করেন
Leave a Reply