নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে মোঃ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১ জন সাজাপ্রাপ্ত আসামী সহ ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় গত ০৯ আগষ্ট বিকেলে থানার অফিসার ইনচার্জ তৌহীদুল ইসলামের নির্দেশে এসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ পাঁচবিবি থানার নন্দীগ্রাম পুলিশ ফাড়ীর ফোর্সদের সহায়তায় আংড়া গ্রামে অভিযান পরিচালনা করে ০৬ টি জিআর মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী শরিফুল ওরফে শরীয়ত কদম আলী,পিতা- আলেবুদদ্দীন ,সাং-বুজরুক হরিনা,থানা- নবাবগঞ্জ,জেলা- দিনাজপুরকে তার দ্বিতীয় স্ত্রী ফজিলা খাতুনের বসত বাড়ী হইতে গ্রেফতার করেন।উক্ত আসামীর বিরুদ্ধে নং-৩১৬/১৬,জিআর-২৪২/১৭,মামলা নং-২০৬/২২,জিআর নং-১১৩/২১ রয়েছে
অপরদিকে একই দিনগত রাতে অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিগাগড় গ্রামের জিআর মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত একজন আসামি মৃত কছির উদ্দিন ওরফে গেদুর ছেলে আমিরুল ইসলাম ওরফে আমরুলকে তার নিজ বসতবাড়ি হতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীদ্বকে ১০ আগষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন
Leave a Reply