রবিবার, ১৮ মে ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

নবাবগঞ্জে স্বাধীনতা যুদ্ধে একই পরিবারের নিখোঁজ ৪ জনকে শহীদের তালিকা ভুক্তির দাবী

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৬ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে স্বাধীনতা কামীদের উপর অত্যাচার নির্যাতন নিপিড়ন চলেছে সারা বাংলায়। তেমনি চলেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি স্থানে। এর মধ্যে উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারের উপর চলেছে নির্মম অত্যাচার। পুড়ে দেয়া হয়েছে তাদের বাড়ী-ঘর। ধরে নিয়ে যাওয়া হয়েছে একই পরিবারের ৪ জন সদস্যকে। যারা আর ফিরে আসে নাই। মতিহারা গ্রামের মৃত মনির উদ্দীন সরদারের ছেলে আইয়ুব আলী সরদার একজন সম্ভ্রাান্ত পরিবারের সন্তান। তার যেমন বিত্ত বৈভব ছিল তেমনি আধিপত্যও ছিল। এলাকার মানুষ তাকে যেমন সম্মান করতো তিনিও তেমনি এলাকার মানুষকে ভাল বাসতেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন অন্যতম ব্যক্তি। তিনি মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে আসছিলেন। মানুষের ভালবাসা আর মুক্তিযোদ্ধাদের সহযোগিতার বিষয়টি নজরে পড়ে স্থানীয় পাকহানাদার বাহিনীর এক দোসরের। যুদ্ধকালীন সময়ে ৯ সেপ্টেম্বর বিকালে খাঁন সেনাদের ওই দোসরের ইশারায় ও সহযোগিতায় পাক হানাদার বাহিনীর বিরামপুর ক্যাম্পের সদস্যরা মতিহারা গ্রামে অভিযান পরিচালনা করে বাড়ী ঘর আগুনে পুড়ে দিয়ে আইয়ুব আলী সরদার সহ তার বড় ছেলে আবুল কাশেম সরদার ও ২য় ছেলে মতিয়ার রহমান সরদারকে ধরে নিয়ে যায়। এর পরই ধরে নিয়ে যায় তার ভাই মৃত বনিজ উদ্দীন সরদারের ছেলে আলতাব হোসেন সরদার কে। যারা আর ফিরে আসে নাই বলে জানালেন ওই স্বজনহারা পরিবারের সদস্য অবঃ সরকারী কর্মকর্তা মোঃ খায়রুল আনাম সরদার। তিনি জানান তারা ১০ ভাই। যুদ্ধকালীন সময়ে খান সেনারা ধরে নিয়ে যায় তার বাবার সাথে ২ ভাইকে। ১ ভাই ২০০৫ সালে মারা গেছেন। বাকীরা সবাই প্রতিষ্ঠিত। কেউ ব্যবসায়ী কেউ চাকুরী জীবি। ইতিমধ্যে কেউ কেউ চাকুরী থেকে অবসর গ্রহন করেছেন। মোঃ দেলোয়ার হোসেন সরদার নামে তার এক ভাই বর্তমানে রাজউকের পরিচালক। আরেক ভাই রাশেদুর রেজা সরদার বর্তমানে দুদকের সহকারী পরিচালক। নিখোঁজদের মধ্যে আলতাব হোসেন সরদার এর বিধোবা স্ত্রী ও বড় ছেলে মোঃ আঃ রউফ সরদার বর্তমানে অসহায় জীবন যাপন করছেন বলে জানা যায়। রাজউকের পরিচালক দেলোয়ার হোসেন সরদারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আবেগ জড়িত কণ্ঠে জানান সেদিনের যে ঘটনা তা কখনও ভ’লবার নয়। তিনি সহ তার পরিবারের সদস্যদের দাবী তাদের পরিবারের যে ৪ জন সদস্যকে হানাদার বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর আর ফিরে আসে নাই তাদের নাম শহীদের নামে তালিকা ভুক্ত করা সহ তাদের স্মরণে ওই গ্রাম এলাকায় একটি স্মৃতি স্তম্ভ স্থাপনের। এ ব্যাপারে এলাকার মাননীয় সংসদ সদস্য সিবলী সাদিক এম.পি, জেলা প্রশাসক সহ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের এর দৃষ্টি আকর্শন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com