নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে চলতি অর্থ বছরে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে খনন করা হচ্ছে নলশীষা খাল। বি এ ডি সি’র বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ টি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই খনন কাজ বাস্তবায়ন করছেন। বিএডিসি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী সৈয়দা ছাবিহা জামাল জানান নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের চেরাগপুর নামক স্থান থেকে জয়পুর ইউনিয়নের লোহার ব্রীজ নামক স্থান পর্যন্ত নলশীষা খালের ১৩.০২ কিঃ মিঃ খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ৪টি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। খালটি প্রস্থে ১২ মিটার এবং জায়গা ভেদে ৪-৬ মিটার গভীরতায় খনন করা হচ্ছে। প্রকল্প পরিচালক এস এম শহিদুল আলম জানান নলশীষা খাল খনন প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা। খালটি খনন করা হলে জলাবদ্ধতা দূর হবে। চাষাবাদে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এ ছাড়াও খালের পাড়ে গাছ লাগনো যাবে। সবজী চাষ করা যাবে। খালে মাছ চাষও করা যাবে। এতে করে গাছ লাগানোর ফলে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে তেমনি সবজি ও মাছ চাষে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে।
Leave a Reply