নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষ্যে প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নে ’ক’ শ্রেণীর তালিকা ভুক্ত ২২৬ টি ভূমি হন ও গৃহহীনদের জন্য নীল সাদা রংয়ের পাকা বাড়ী তৈরী করা হচ্ছে । এসব বাড়ী নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে সংশ্লিষ্টারা জানান। ২২৬টি বাড়ীর মধ্যে জয়পুর ইউনিয়নে ৫২টি বিনোদনগরে ১৪টি গোলাপগঞ্জে ৫২ টি শালখুরিয়ায় ১৮ টি ভাদুরিয়ায় ২৪ টি দাউদপুরে ১০ টি মাহমুদপুরে ৩১ টি এবং কুশদহ ইউনিয়নে ২৫ টি বাড়ী নির্মাণ করা হচ্ছে বলে উপজেলা সহকারী কমিশনারের(ভূমি) দপ্তর সূত্রে জানা গেছে। সহকারী কমিশনার(ভূমি) আল মামুন জানান ইতি মধ্যে বাড়ী গুলির নির্মাণ কাজ ৭০% সম্পন্ন হয়েছে। কাজ চলমান রয়েছে। অল্প দিনের মধ্যে সব বাড়ী নির্মাণ কাজ সম্পূন্ন হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম জানান উপজেলা প্রশাসন ১ লাখ ৭১ হাজার টাকায় ব্যায়ে প্রতিটি বাড়ীর নির্মান কাজ বাস্তবায়ন করছেন। প্রতিটি বাড়ীর জন্য ৩ শতাংশ জায়াগার দেড় শতাংশের উপর ওই বাড়ী নির্মাণ করা হচ্ছে। প্রতিটি বাড়ীতে ২ টি করে কক্ষ সহ রান্নাঘর টয়লেট ও টিউবওয়েল থাকছে। বাড়ী গুলির টিন হচ্ছে নীল রংয়ের এবং দেয়াল হচ্ছে সাদা রংয়ের। অর্থাৎ উপকার ভোগীরা নীল সাদা রঙের বাড়ী পাচ্ছেন।
Leave a Reply