নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ৩য় শ্রেণীর(১০) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বুধবার দিনগত রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরর পর পুলিশ আমিনুল ইসলাম (২০) নামে ওই ধর্ষক কে গ্রেফতার করেছেন। মামলা সূত্রে জানা যায় ১২ মার্চ দুপুরে উপজেলার হরনাথপুর গ্রামের মো. সলেমুদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে একটি ভ’ট্টা ক্ষেতের ভিতরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী তার মায়ের নিকট বিস্তারিত খুলে বলে। মামলার তদন্তকারী অফিসার নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শামসুল আলম জানান মামলা দায়েরের পর বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে ধর্ষক আমিনুল ইসলামকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই দিন ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারী পরিক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হানপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply