সৈয়দ হারুনুর রশীদ।- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু কর্ণার। প্রশাসনিক ভবনের নিচতলা থেকে দোতালায় উঠার সিড়ির ধারে দেয়ালে ওই কর্ণারটি গড়ে তোলা হয়েছে। কর্ণারে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত নানা ছবি স্থান পেয়েছে। পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানে নিকট যাওয়া আসার সময় সিড়ি বেয়ে উঠতে নামতে ওই দৃষ্টি নন্দন কর্ণারে নজর দিচ্ছেন। তারা আগ্রহ ভরে কর্ণারে রাখা ছবি ও নিদর্শন গুলো উপভোগ করছেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার জানালেন মুজিব শতবর্ষে তিনি তার নিজস্ব চিন্তা চেতনা থেকে নিজ উদ্যেগে বঙ্গবন্ধু কর্ণারটি গড়ে তুলেছেন। বঙ্গবন্ধুর নিতী ও জীবন আদর্শকে জাগ্রত রাখতে জনগণের মাঝে জানানো ও ভবিষ্যত প্রজন্মের কাছে তা ধরে রাখার উদ্দেশেই ওই কর্ণারটি করা হয়েছে।
Leave a Reply