বজ্রকথা ডেক্স।- ৮ জুলাই/২১ খ্রি: দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন। নিজেকে এবং পরিবারকে বাঁচাতে মাস্ক পরুন। তিনি বলেছেন, পুলিশ দেখলে মাস্ক পরবেন, নইলে পরবেন না এটা আত্মপ্রতারণা।
ড. বেনজীর আহমেদ আরো বলেছেন, কঠোর লকডাউনেও অনেকের বাসায় থাকতে ভালো লাগে না, বিরক্ত লাগে। অনেকেই আবার লকডাউন কেমন হচ্ছে, তা দেখতে বের হচ্ছেন। নিজেরা বাইরে বের হয়ে, স্বাস্থ্যবিধি না মেনে অসুস্থ হবেন। এরপর হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে দোষ দেবেন, এটা ঠিক না। চলমান লকডাউন দুই সপ্তাহ, অনেক বেশি দিন না। এই দুই সপ্তাহের কারণে আপনি যদি ৫০ বছর বাঁচতে পারেন, তাহলে দুই সপ্তাহ ঘরে থাকতে হবে। দেশ ও জাতিকে করোনা থেকে মুক্তি দিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি সভায় সচ্ছলদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। বাংলাদেশ দোকান মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে এদিন এক হাজার অসহায় ও দুস্থ মানুষকে খাবার, নগদ অর্থ, মাস্ক ও সাবান দেওয়া হয়।
Leave a Reply