বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

নিমতলা মোড়ের ঐতিহ্য ধরে রাখতে নিম গাছ রোপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৪২ বার পঠিত
ফুলবাড়ী (দিনাজপুর )  মোঃ আশরাফুল আলম।- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড়ের ঐতিহ্যকে ধরে রাখতে নিমগাছ রোপন করলেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
স্থানীয় শিক্ষার্থী শাকিল আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি শহরের প্রধান সড়কের দুই পাশে অনেক বৃক্ষরোপণ করেন।
বিভিন্ন প্রজাতির ফুলের গাছ এবং ঔষধি গাছ রোপন করেন শহর জুড়ে। সেই গাছগুলো এখন ধীরে ধীরে ছায়াদার হয়ে উঠছে। শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে এক সময় বড় বড় নিম গাছ থাকলেও তা কালের আবর্তে বিলীন হয়ে গেছে। বর্তমান পৌর মেয়রের আলহাজ্ব মাহমুদ আলম লিটনের পরিচ্ছন্ন,ছায়াদার,বিশুদ্ধ বায়ুর শহর গড়ার লক্ষ্যকে বাস্তবায়ন করতে শহরের প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে বেশ কিছু নিম গাছ রোপন করা হয়।শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর নির্বাহী প্রকৌশলী লুতফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ও ফুলবাড়ীর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com