বজ্রকথা ডেক্স।- ২ জুন/২১ বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেছেন, সংবিধানের ১০৮(৪) ধারায় বলা হয়েছে, “নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন।” এটি কমিশনের জন্য রক্ষাকবচ হলেও নির্বাচন কমিশনের স্বাধীনতা এখন কোথায়? তিনি বলেছেন, জনবলসহ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনাকে নির্বাচনের কফিনে সর্বশেষ পেরেক। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে এনআইডি স্থানান্তরের নির্দেশ কমিশনের অঙ্গচ্ছেদের নামান্তর। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরো বলেছেন,মন্ত্রিপরিষদের যুগ্ম সচিবের সই করা পত্রে এনআইডি হন্তান্তরের প্রক্রিয়ায় ‘নির্বাচন কমিশন’ এর বদলে ‘সরকার’ শব্দটি প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে এনআইডির বিদ্যমান অবকাঠামো ও জনবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগে হস্তান্তর করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে এ ধরনের নির্দেশ প্রদান কতটা যৌক্তিক, তা বিবেচ্য। তিনি বলেন, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর ফলে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্রের ডাটাবেস নির্ভর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে জটিলতার সৃষ্টি হবে। এ ছাড়া এতে নির্বাচন ব্যবস্থা ও কাঙ্খিত গণতন্ত্র ভূলুণ্ঠিত হবে। এটি করা হলে সংবিধানের ১১৯ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন সম্ভব হবে না বলে তিনি মনে করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, আমি দুটি জরিপ দেখেছি। এর মধ্যে একটিতে ৯২ শতাংশ এবং আরেকটি জরিপে ৯১ শতাংশ মানুষ ইসির কাছে এনআইডি রাখার মতামত দিয়েছেন। তিনি বলেন, সরকারের যদি প্রয়োজন হয় এমন একটি আইডি কার্ডের, তবে তা আলাদা উদ্যোগে অবকাঠমো করে নিতে পারেন। আমাদের এখানে হাত দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, নির্বাচন কমিশনের এনআইডির কাজে আমি গর্ববোধ করি। সংবিধান নির্বাচন কমিশনকে যে স্বাধীনতা দিয়েছে কমিশন সেই স্বাধীনতা রক্ষা করবে।
Leave a Reply