কনক আচার্য।– জাতীয় পার্টির অন্যতম নেতা নোমান ইকবাল খসরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ২৪, পীরগঞ্জ- ৬ আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।
জাতীয় পার্টি( এরশাদ) কেন্দ্রীয় কমিটি বিশেষ করে জাপার সন্মানিত চেয়ারম্যান জি এম কাদের তাকে মনোনয়ন দিলে, খসরু রংপুর ২৪, পীরগঞ্জ- ৬ আসনে লড়বেন বলে জানিয়েছেন।
ইতোমধ্যে খসরু গণসংযোগ শুরু করেছেন। পাড়া গাঁয়ে মিটিং সিটিং করেছেন তিনি। দেয়ালে দেয়ালে, গাছের ডালে তার ভক্তরা ব্যানারও ঝুলিয়েছেন।
নোমান ইকবাল খসরু বজ্রকথাকে জানিয়েছেন, ছাত্র জীবন থেকেই তিনি পীরগঞ্জে রাজনীতি করছেন। একসময় জাতীয় ছাত্র সমাজের একনিষ্ঠ কর্মী ছিলেন , এখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাথে যুক্ত আছেন, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির অন্যতম সক্রিয় নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি সকলের নিকট দোওয়া প্রার্থী।
Leave a Reply