পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- সরকারপতনের এক দফা দাবী আদায়ে আগামী ১৮ জুলাই/২০২৩ রংপুর জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচীর সফল করার লক্ষে রংপুরের পীরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার বিকালে বটতলা মোড় অস্থায়ী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী পলাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব জাকির হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ মন্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুরর হমান দুদু, আব্দুস সামাদ মিয়া, মামুনুর রশিদ মামুন, যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছা সেবক দলেরআহবায়ক মনোয়ার মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, ছাত্রদলের সদস্য সচিব সুলতান মিয়া, বিএনপি নেতা আতাউর রহমান, বাবুল মিয়া প্রমুখ।
এদিকে সভায় ১৯ জুলাই কৃষক দল, শ্রমিকদল, তাঁতিদল, মৎস্যজীবী দল ও মেহনতি মানুষের জনসভা সফল করার লক্ষ্যে সিদ্ধন্ত নেয়া হয় ।
Leave a Reply