ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার পলাশবাড়ীতে নেশার টাকা না দেওয়ায় মাদকসক্ত ছেলে ছাদেকুল ইসলামের ছুরিকাঘাতে বাবা শফিউল ইসলামের (৬০) মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজার এলাকায়। নিহত শফিউল ইসলামের বাড়ি রওশনবাগ বাজারের পাশে কৃষ্ণপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ছাদেকুল মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা না পেয়ে প্রায়ই সে পরিবারের সদস্যদের মারধর করতো। বৃহস্পতিবার বিকেলে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হন ছাদেকুল। সন্ধ্যায় বাবা শফিউল বাড়ির পাশে রওশনবাগ বাজারে যান। তখন ছাদেকুল পেছন থেকে এসে বাবার গলা ধরে পেটে-বুকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয় লোকজন শফিউলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে, বাজারের লোকজন মোটর সাইকেল নিয়ে পিছনে ধাওয়া করে ছাদেকুলকে আটক করে।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply