পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে নিজস্ব প্রতিনিধি।-গাইবান্ধার পলাশবাড়ীতে কোডিন মিশ্রিত ৮ বোতল ফেনসিডিলসহ আব্দুস ছোবহান মিলনকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন খবরের ভিত্তিতে রবিবার রাত ৩টার দিকে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে থানার এসআই ইউসুফ আলী প্রামানিকের নেতৃত্বে পুলিশের একটি টিম এক অভিযান চালায়। এসময় উপজেলার হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর আলিম মাদ্রাসার সামনে তিনমাথা মোড়ে কাঁচা রাস্তা হতে কোডিন মিশ্রিত ৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আব্দুস ছোবহান মিলনকে হাতে-নাতে থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিলন উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমীর আলীর ছেলে। গ্রেফতারকৃত মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply