নিজস্ব প্রতিনিধি।- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক দেশকে করোনামুক্ত করার অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছী ইউনিয়নের ৯ মার্চ মঙ্গলবার কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করা হয়। ইউনিয়নের সাহাপুর মৌজায় অবস্থিত পল্লী শিশু ক্লিনিকে ইউনিয়ন স্বাস্থ্য পঃ পঃ কেন্দ্র) ৪০ বছরের অধিক বয়সী বিভিন্ন পেশাজীবি নারী ও পুরুষকে এই ভ্যাক্সিন আওতায় আনা হয়। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পৃষ্ঠপোষকতায় এই বিশেষ ক্যাম্পেইনে মানুষের ঢল নামে। এদের মধ্যে প্রায় ৪০০ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করলেও বৈদ্যুতিক সমস্যা এবং ভ্যাক্সিনের অপ্রতুলতার কারণে ৩১০ জনকে ভ্যাক্সিন প্রদান করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। রেজিস্ট্রেশনে দায়িত্বরত একজন কম্পিউটার অপারেটর জানান- একই সমস্যায় অনেকে ভ্যাক্সিন না নিয়েই ফিরে গেছেন। তাদের ধারণা, বিদ্যুৎ থাকলে আরও অনেক মানুষকে ভ্যাক্সিনের আওতায় আনা যেত।
Leave a Reply