সোমবার, ১২ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

পার্বতীপুরসহ রেলওয়ে পশ্চিমাঞ্চলে রেল সেবা সপ্তাহের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- আমাদের সাধনা-সেবা, নিরাপত্তা ও সময়ানুবর্তিতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনকের জন্মশত বার্ষিকীতে রেল সেবা ও নিরাপত্তা ২০২০ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

০৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রেল সেবা সপ্তাহ চলবে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের ৬টি স্থানে আজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পার্বতীপুর রেলওয়ে জংশনসহ লালমনিরহাট, খুলনা, ঈশ্বরদী, সান্তাহার ও রাজশাহীতে একই সময়ে সেবা সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে।

সকাল সাড়ে দশটায় পার্বতীপুর রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মের সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন- রেলওয়ে পশ্চিম জোনের প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই-খুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মোঃ জয়দুল ইসলাম, পার্বতীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা বারী রুকু, পার্বতীপুর রেলওয়ে ডিজেল কারখানার ওয়ার্কস ম্যানেজার মোঃ হাসানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাষ্টার জিয়াউল আহসান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রেল সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরিশেষে, রেলওয়ে স্টেশন চত্তরে বর্ণাঢ্য র‌্যালি ও আন্ত:নগর ট্রেন যাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে অভিবাদন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com