এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরের এক চার্জার ভ্যান চালককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে৷ শুক্রবার বিকেলে দিনাজপুরের আত্রাই নদী থেকে তার লাশ উদ্ধার করেছে দিনাজপুর সদর থানা পুলিশ৷
জানা গেছে, পার্বতীপুর পৌরসভার গুলপাড়ার মৃত আলী হোসেনের পুত্র চার্জার ভ্যান চালক সুমন রহমান (২৩), বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে দুইজন যাত্রী নিয়ে চিরিরবন্দরের দিকে ভ্যান নিয়ে যায়৷ কিন্তু রাত ১০টা পর্যন্ত সে ফিরে না আসায় তার পরিবার লোকজন ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
২৯ জানুয়ারি শুক্রবার তার বড় ভাই নুরজামান তাকে খুজতে বের হয় এবং তাকে না পেয়ে হতাশ হয়৷ একই দিন বিকেলে দিনাজপুরের আত্রাই নদীতে তার লাশ পাওয়া যায়৷
দুর্বৃত্তরা যাত্রীবেশে সুমনের ভ্যানে উঠে তাকে হত্যা করে ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে৷
আজ শনিবার দুপুরে যোগাযোগ করা হলে দিনাজপুর সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদ বলেন,খবর পেয়ে শুক্রবার বিকেলে দিনাজপুরের আত্রাই নদী থেকে ভ্যান চালক সুমনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷
Leave a Reply