বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের বারোতম মৃত্যুবার্ষিকী  অনুষ্ঠিত রংপুরে আবাসনখাতে সরকারের প্রায় হাজারকোটি টাকার রাজস্ব ফাঁকি  ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন ওভারব্রিজের দাবীতে পীরগঞ্জে মহাসড়ক অবরোধ  জুলাই-আগস্ট বিপ্লবে হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: স্নিগ্ধ রংপুরে আইজিএস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত   ভরসা গ্রুপের কয়েল ফ্যাক্টরি ও তামাক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার, আটক-৪ পানির ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু পীরগঞ্জে বিএডিসি’র গভীর নলকূপ গোপনে বিক্রির অভিযোগ 

পার্বতীপুরের মধ্যপাড়া খনি’র পাথর লোকসানে বিক্রি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর)থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদনের তুলনায় বিক্রি কম হওয়ায় লোকসানে পাথর বিক্রি হচ্ছে। দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদন খরচের চেয়ে গড়ে প্রতি টন পাথর ৫শ টাকা লোকসানে বিক্রি করা হচ্ছে। খনিতে উৎপাদনের তুলনায় পাথর বিক্রি কম হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
জানা গেছে,পার্বতীপুরের মধ্যপাড়ার পাথর খনির  উৎপাদনে গতি বাড়লেও গত দুই বছর ধরে তা বিক্রিতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না  করায় খনির ১২টি ইয়ার্ডে বর্তমানে প্রায় ১১ লাখ ৬০ হাজার টন পাথর মজুত রয়েছে। দ্রুত পাথর বিক্রির গতি না বাড়লে খনির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশে প্রতি বছর প্রায় দুই কোটি ১৬ লাখ মে. টন পাথরের চাহিদা থাকলেও মধ্যপাড়ায় উৎপাদিত প্রায় ১৫ লাখ মে. টন পাথরই বিক্রি হয় না। অথচ পাশ্ববর্তী দেশ ভারত ও ভুটান থেকে আমদানি করা পাথরের চেয়ে মধ্যপাড়ার পাথরের মূল্য কম হওয়ার পরও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পাথরের বিক্রয় মূল্য বাড়ানো যাচ্ছে না। মধ্যপাড়া পাথর খনির  উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে উৎপাদন খরচের চেয়ে গড়ে প্রতি টন পাথর ৫শ’ টাকা কমে অথাৎ  লোকসানে বিক্রি করা হচ্ছে। এরপরও পাথর বিক্রিতে গতি নেই।
যানা যায়,পাথর আমদানির ক্ষেত্রে প্রতি টন পাথরের বেইজ ভ্যালু ১২-১৩ ডলার নির্ধারণ করে শুল্কারোপ করা হয় বিধায় আমদানি খরচ কম হয়। সেক্ষেত্রে পাথরের বেইজ ভ্যালু বৃদ্ধি করে শুল্কায়ন করা হলে আমদানি মূল্যবৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক বাজারে মধ্যপাড়ার পাথর বিক্রি করা সহজ হবে। আগে শুধু বিক্রীত পাথরের ওপর গড়ে ২.৫ শতাংশ রয়্যালটি নির্ধারিত ছিল। ২০১৯ সালের ৩১ জানুয়ারি থেকে প্রতি টন ২২ ডলার মূল্য নির্ধারণ করে তার ওপর ২.৫ শতাংশ রয়্যালটি প্রদান করা হতো খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে। বর্তমানে ৫ শতাংশ রয়্যালটি দিতে হয়। এছাড়া পাথরের বিক্রয় মূল্যের ওপর এআইটি ও সিটিভ্যাট আরোপ করায় পাথরের উৎপাদন খরচ বেড়েছে। এ ছাড়াও বিস্ফোরক আমদানির সিটিভ্যাট ১০০% শতাংশ, স্পেয়ার ও কনজ্যুমেবল আমদানির সিটিভ্যাট ৫০% শতাংশ, মূলধনী যন্ত্রপাতি আমদানির সিটিভ্যাট ৭.৫-৩৫ শতাংশ, উৎপাদন ঠিকাদারকে পরিশোধিত অর্থের ওপর কর ৫ শতাংশ ও মূসক ৫.৫ শতাংশ মওকুফ না করায় পাথরের উৎপাদন খরচ বেশি পড়ছে। উপরন্তু বিস্ফোরকের জন্য আমদানি করা প্রিলভ অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর নতুন করে ৩৭ শতাংশ সিটিভ্যাট আরোপ করায় উৎপাদন খরচ আরো বৃদ্ধি পেয়েছে। তাছাড়া চুক্তিতে ঠিকাদারের বিল পেমেন্টের ক্ষেত্রে মার্কিন ডলার রেট বিনিময় হার ফিক্স থাকায় ডলার রেট বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। কিন্তু আমদানিকৃত পাথরের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পাথরের বিক্রয়মূল্য বাড়ানো সম্ভব হচ্ছে না। সার্বিক পরিস্থিতিতে মজুতকৃত পাথর দ্রুত বিক্রি ও স্টক ইয়ার্ড খালি করে উৎপাদন নিরিবচ্ছিন্ন রাখার স্বার্থে উৎপাদন খরচের চেয়ে গড়ে আনুমানিক প্রতি টন পাথর ৫শ’ টাকা কমে বিক্রি করা হচ্ছে। এতে পাথর খনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধতন কর্তৃপক্ষকে  জানিয়েছে খনি কর্তৃপক্ষ।
বর্তমানে সরকারের নতুন নির্মাণ প্রকল্প অনুমোদন না হওয়া, চলমাণ নির্মাণ প্রকল্পসমূহের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকরা আত্মগোপনে থাকা, চলমান নির্মাণ প্রকল্পসমূহের অর্থছাড় না হওয়া (রেল, সওজ, পানি সম্পদ, এলজিইডি) এবং আমদানিকৃত পাথরের ট্যারিফ ভ্যালু ও শুল্ক কম হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com