মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ব্যবস্থা নেয়া দরকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি এম এ আলম বাবলু।- দিনাজপুরের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ উপজেলা পার্বতীপুর। এই উপজেলার ৪ লক্ষাধীক মানুষের চিকিচিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।৫০ শয্যা বিশিষ্ট এখানকার হাসপাতালটিতে চিকিৎসক সংকট রয়েছে  ফলে সু-সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ।
জানা গেছে,পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসক (মেডিকেল অফিসার)  এর পদ রয়েছে রয়েছে ১৯টি অথচ চিকিৎসক আছেন  ৭ জন। এর  মধ্যে আবার ২ জন অনত্র ডেপুটিশনে   আছেন । বর্তমানে ৫ জন মেডিকেল অফিসার এখানে কর্মরত রয়েছেন।

মেডিকেল এ্যাসিসট্যান্ট বরাদ্দ রয়েছে ১৫ জন। কর্মরত আছে ৭ জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরও সংকট রয়েছে। মূলত স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়ে হাজার হাজার মানুষের চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে এলাকার মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ইনডোর ছাড়াও আউটডোরে ছুটির দিন ব্যতিত প্রতিদিনই ৩/৪ শ’ জন করে রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। তারপর রয়েছে জরুরী বিভাগ। যেখানে সব সময় চিকিৎসক থাকতে হয়।

এ ছাড়াও একজন চিকিৎসক আরএমও এর দায়িত্ব পালন করে থাকেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হয়। সব মিলিয়ে চিকিৎসক সংকট চরমে।
যোগাযোগ করা হলে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল রেজওয়ান চিকিৎসক সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, শুধু এখানেই নয় অন্যান্য স্থানেও একই অবস্থা। তারপরও আমরা স্বল্প সংখ্যক চিকিৎসক দিয়েই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে সচেষ্ট রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com