পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।- দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে কেটে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগষ্ট) ভোরে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদিবাড়ী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
জানা গেছে,ঘটনার আগের দিন অথাৎ রবিবার সকাল থেকে পার্বতীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন ওই ব্যক্তি। এ সময় অনেকেই তাকে খাবার ও টাকা দিয়েছেন। সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢোকার পথে হলদীবাড়ী রেলগেট এলাকায় চলন্ত ট্রেনে কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার বয়স আনুমানিক ৩০ বছর। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
Leave a Reply