পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি।- অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবার কারণে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে সারা দেশের ন্যায় পার্বতীপুরেও এই ঘটনা পরিলক্ষিত হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পার্বতীপুর উপজেলা প্রশাসন জরুরী ভিত্তিতে আনইাশৃঙ্খলা মিটিং এর আয়োজন করেন। বুধবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবীদ সাবেক জাতীয় সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন,সহকারী কমিশনার (ভূমি)খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইন,মৎস্য কর্মকর্তা জাফর মোহাম্মদ আবু সায়েম,সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।
এ সময় আরো উপস্হিত ছিলেন বিএনপি নেতা আতিয়ার রহমান,আনোয়ারুল হক,নজরুল ইসলাম,আকরাম হোসেন,সালে আহমেদ,লুৎফর রহমান,হাফিজুর রহমান,উপজেলা যুবদলের মাহবুব রশিদ সংগ্রাম,আতিকুর রহমান স্বপন,কাজী আল মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের হান্নান আশরাফি প্রিন্স,শরিফুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের এমারত হোসেন,ছাত্রদলের সাইফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মাধ্যমের সংবাদিকবৃন্দ।
Leave a Reply