শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

পার্বতীপুরে দু’দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৮৬ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।- দিনাজপুরের পার্বতীপুরে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বতীপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দু’দিন ব্যাপী ফ্রি  মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। ১৫ আগষ্ট বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ ও ১৬ আগষ্ট দু’দিনের এই মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দিনাজপুর-৫, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির।
পার্বতীপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলন আলহাজ্ব  হাফিজুল ইসলাম প্রামানিক,উপজেলা চেয়ারম্যান ও মোঃ আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক বৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
পার্বতীপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মামুন জানান,দু’দিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন ধরনের সহস্রাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com