শনিবার, ১৭ মে ২০২৫, ১০:০২ অপরাহ্ন

পার্বতীপুরে মাস্ক বিতরনসহ হিজরা ও হকার উচ্ছেদ অভিযান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২৫৩ বার পঠিত

এমএ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর), প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জয়ংশনে করোনা দ্বিতীয় ধাপ মোকাবেলা গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিহীন ট্রেন যাত্রীদের মাঝে মাস্ক বিতরণসহ স্টেশন ও ট্রেনে হিজরা ও হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার সকালে রেলওয়ে পুলিশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও ষ্টেশন মাষ্টারের যৌথ উদ্দ্যোগে এই অভিযান পরিচালিত হয়। জানা গেছে, রেলওয়ে বিভাগের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে রেলওয়ে ষ্টেশন এলাকায় মাস্ক বিতরণ এবং ষ্টেশন ও ট্রেনে হিজরা ও হকার উচ্ছেদের জন্য নিয়মিত অভিযানের এক পর্যায়ে আজ বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে জংশনে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন ট্রেনে যাতযাতকারী কয়েক হাজার যাত্রীর মাঝে মাস্ক বিতরন সহ ২০ জন হকার ও ৪ জন হিজরাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্বদেন পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক সরদার রফিকুল ইসলাম ও ষ্টেশন মাষ্টার জিয়াউল আহসান। পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকা ও যাত্রীবাহী ট্রেনে হিজরা, ভিক্ষুক ও হকার মুক্ত করতে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com