পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচণে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গনসংর্বধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ এই সংর্বধনার আয়োজন করে। নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন কে সংর্বধনা দেওয়া হয়। সংর্বধনা অনুষ্ঠানে পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ সময় নব নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলে ফুলে সিক্ত হন নির্বাচিতরা।
নব নির্বাচিতদের মধ্যে আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান, আমিরুল মোমিনিন মোমিন দ্বিতীয় বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান ও সুলতানা নাসরিন প্রথম বারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ৫ জুন অনুষ্ঠিত পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক আনারস প্রতীক নিয়ে ৭১১৬৭ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাজী আব্দুল গফুর। তিনি দোয়াত কলম মার্কা নিয়ে পেয়েছেন ৬২২৪ ভোট। পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আমিরুল মোমিনিন মোমিন তিনি তালা মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৫২৮৬৩ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিকুর রায়হান নেতা তিনি টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩০১৩৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সুলতানা নাসরিন। তিনি ভোট পেয়েছেন ৫৬১৯৬। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বারী রুকু। তিনি ফুটবল মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৭০৫ ভোট।
Leave a Reply