পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে ঈদুল আজহা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে স্বাচ্ছন্দ্যে যাত্রী চলাচল নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ফলে ঈদে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই স্বাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমণ নিশ্চিত হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে এই রেলওয়ে জংশন দিয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করেছে। এ সময় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী জংশনে ও ট্রেনে সন্দেহ ভাজনদের ব্যাগ তল্লাশীসহ নজরদারী বৃদ্ধি করেছে। বিনা টিকেটে রেল ভ্রমণে নিরুৎসাহিত করেছে রেলওয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। তাদের সহযোগিতায় যাত্রী কল্যানে নিরলস ভাবে কাজ করেছে রেলওয়ে স্কাউটের সদস্যরা। যৌথ ভাবে গৃহীত পদক্ষেপে নিবিঘ্নে যাত্রী চলাচল নিশ্চিত হয়েছে।
জানা গেছে,প্রতি বছরের ন্যায় এবারেও স্বাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমণ নিশ্চিত করতে ঈদুল আজহা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে স্বাচ্ছন্দ্যে যাত্রী চলাচল নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্হা গ্রহণ করে। এ সময় রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর রেলওয়ে জংশন ও ট্রেনে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করে। সর্বক্ষনিক অপরাধী ও সন্দেহ ভাজনদের কড়া নজরদারির মধ্যে রাখা হয়। চালানো হয় তল্লাশী ও টহল। সেই সাথে বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান। বিনা টিকেটের যাত্রীদের প্রতিহত করা ও যাত্রী কল্যানেও কাজ করা হয়। সব মিলিয়ে সবাই ছিল বেশ তৎপর।
পার্বতীপুর রেলওয়ে জংশনে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ তোবারক আলী সরকার,রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম,রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট মোঃ আতাউর রহমান ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালিত হয়। বিনা টিকেটের যাত্রীদের প্রতিহত করতে রেলওয়ে ট্রাফিক বিভাগের সহকারী বানিজ্যিক কর্মকর্তা মোঃ নুর আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। যাত্রী কল্যানে কাজ করেছে রেলওয়ে জেলা স্কাউটের সদস্যরা।
পার্বতীপুর রেলওয়ে জংশনে স্বাচ্ছন্দ্যে যাত্রী চলাচল নিশ্চিত কাজে নিয়োজিত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বলেন,অন্যসব সময়ের চেয়ে তুলনামূলক ভাবে ঈদের সময় বিশেষ করে আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রী চলাচল বেড়ে যায়। এ সুযোগ কাজে লাগাতে অপরাধীরাও তৎপর হয়ে উঠে। সে কারণেই অন্য সময়ের তুলনায় এ সময় অপরাধ ও অপরাধীদের দমনে বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়ে থাকে। স্বাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ আরও বেশী তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, পার্বতীপুর রেলওয়ে জংশনে যাত্রী নিরাপত্তা ব্যবস্হা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্হাপন করা হলেও দীর্ঘদিন ধরে সিসি ক্যামেরা অচল হয়ে পড়ে রয়েছে। ফলে অপরাধ ও অপরাধীদের দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে।
Leave a Reply