রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

পার্বতীপুর রেলওয়ে জংশন ও যাত্রীবাহী ট্রেনে হিজড়া ও হকার উচ্ছেদ অভিযান

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৫৫ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- ট্রেন যাত্রীদের স্বাচ্ছন্দে ভ্রমন নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ পার্বতীপুর রেলওয়ে জংশন ও যাত্রীবাহী ট্রেনে হিজড়া ও হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে। আজ রবিবার সকালে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ তোবারক আলী সরকার ও পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুনের নের্তৃত্বে একদল রেলওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে বেশ কয়েকজন হিজড়া ও হকারকে আটক করা হয়। এছাড়াও জংশন এলাকা ও ট্রেনে হিজড়া ও হকারদের না উঠার জন্য মাইকে ঘোষনা দেওয়া হয়। পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন ট্রেন যাত্রীরা।পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রেন যাত্রীদের নিরাপদে যাতায়াতের সুবিধার্থে হিজড়া ও হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অবিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com