পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবীতে কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও সাধারণ ছাত্র/ছাত্রীদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগষ্ট) দুপুরে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে,পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজে প্রায় দুই বছর ধরে সহকারী অধ্যাপকের মতো সিনিয়র শিক্ষক থাকা সত্বেও অনিয়মতান্ত্রিক ভাবে একজন প্রভাষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সকল নিয়ম কানুন উপেক্ষা করে এই কলেজে যোগ্য সিনিয়র শিক্ষক থাকা সত্বেও একজন প্রভাষক কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করতে দেওয়ায় শিক্ষার পরিবেশ বিনষ্ট হয়েছে। অনতিবিলম্বে তাঁরা তাঁর অপসারণ দাবী করেন। এ সময় কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল হক সহ বেশ ক’জন শিক্ষক বক্তব্য রাখেন।
শিক্ষকদের পাশাপাশি কলেজের সাধারণ ছাত্র/ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবী করে। তাদের দাবী এই অযোগ্য ও দূর্নীতিবাজ অধ্যক্ষেকে অপসারণ করতে হবে। তাঁকে অপসারণ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে।
পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের অনুপস্থিতির কারনে তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply