সুলতান আহমেদ সোনা।-রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্যক্রম এগিয়ে চলছে। উপজেলা সদরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও টিকাদান কার্যক্রম জোরদার করেছে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগ। সম্প্রতি উপজেলার ১১নং পাঁচগাচী ইউনিয়নে গিয়ে দেখা গেছে সেখানে ইউনিয়ন পরিষদে টিকা গ্রহনে আগ্রহীদের রেজিষ্ট্রেশন ও টিকাদান করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মীবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল লতিফ মন্ডলের উপস্থিতিতে রেজিষ্ট্রশন করছেন এবং স্বাস্থ্যকর্মীগণ টিকা প্রদান করছেন। দেখা গেছে, টিকাদান কার্যক্রমে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোঃ শাহজাহান খানও সহযোগিতা করছেন। সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোখলেছার রহমান, স্বাস্থ্য সহকারী মোঃ নওয়াব আলী, আব্দুর রশিদ টিকাদান কর্মকান্ড নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মন্ডল বজ্রকথাকে জানিয়েছেন, তার ইউনিয়নের সকল মানুষই টিকা গ্রহনে আগ্রহী। তিনি আশা করেন পর্যায়ক্রমে তার ইউনিয়নের ৪০ থেকে ষাটোর্ধ্ব মানুষকে টিকাদান সম্ভব হবে।
Leave a Reply