বজ্রকথা প্রতিবেদক।- গত ২৪ ফেব্রুয়ারি রাতে রংপুরের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে পেটজোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়া জমজ শিশু ২ এপ্রিল/২১ খ্রি: শুক্রবার মারা গেছে ।(ইন্না লিল্লাহে…… রাজেউন) প্রকাশ, রংপুরের পীরগঞ্জ পৌরসভাধীন গাড়াবেড় গ্রামের ভূমিহীন কৃষক রানু মিয়ার স্ত্রী মোছাঃ রিতু বেগম গত ২৪ ফেব্রুয়ারি রাতে রংপুরের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে পেটজোড়া লাগানো জমজ কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর জমজ শিশুদেরকে ভর্তি করানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে আর্থিক সংকটের কারনে ওই শিশুর চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়ে। বিষয়টি জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নজরে আসলে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ফোন করে ওই শিশুর চিকিৎসার সার্বিক বিষয় খোঁজ খবর নেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান পূর্বক চিকিৎসার দায়িত্বভার গ্রহন করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ১ মাস ২ দিন পর শিশুদুটি মারা য়ায়।
Leave a Reply