বজ্রকথা প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষ্যে ও অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট মামলা হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পূণঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৯ অক্টোবর রংপুর জেলা সম্মেলন সফল করার লক্ষে অদ্য ২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় ভেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপি’ আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্বত করেন ভেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহামুদুল আলম শাহীন ।
উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ মালেক । বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুনর রশিদ এমপি । রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম । রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু ।
এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুর উন নবী পলাশ চৌধুরী । জেলা বিএনপির সদস্য মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, অধ্যাপক সাজেদুর রহমান রানা । পীরগঞ্জ উপজেলার বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ম সম্পাদক শাহিনুল জামান শাহীন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিল সাইফুল আজাদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আকন্দ সহ পীরগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply