সুলতান আহমেদ সোনা।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সরকারী কাজে ঘাপলা, অনিয়ম, দুর্নীতি আগের মতই চলছে।
কদিন আগে যারা দুর্নীতি বিরোধী স্লোগান দিয়েছেন তারা হঠাৎ করেই মুখে কুলুপ এটে আকাশের তারা গুনছেন।অভিজ্ঞ মহলের মতে সুযোগ সন্ধানীরা মিলে ঝিলে যথারিতি অপকর্মে সক্রিয় হয়ে উঠেছেন।
এদিকে অভিযোগ উঠেছে, পীরগঞ্জের সরকারী শাহ আব্দুর রউফ কলেজে বিগত দিনে যারা চুক্তির যুক্তিতে শিক্ষক নিয়োগ দিয়ে ফায়দা লুটেছেন, তারা আবার নানা অপকর্মে সক্রিয় হয়েছেন!
কলেজের বর্তমান অধ্যক্ষ, স্থানীয় প্রশাসন সব কিছু বুঝেও না বোঝার ভান করছেন। এদিকে কলেজের একটি সুত্র বজ্রকথাকে জানিয়েছেন, কলেজের একটি ভবন সংস্কারের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ওই অর্থে সংস্কার কাজটি করা হচ্ছে “জয় এন্টারপ্রাইজ” নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যানারে। এই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সাবেক প্রধানমন্ত্রীর ভাসুরপুত্র, বাংলাদেশ আওয়ামীলীগের জেলা নেতা মোঃ ছায়াদৎ হোসেন বকুল। আর কাজটির দেখভাল করছেন ওই কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল (ঠিকাদার)।
গত ১২ নভেম্বর/২৪ খ্রি: মঙ্গলবার সরকারী শাহ আব্দুর রউফ কলেজে গিয়ে দেখা গেছে, সংস্কার কাজের নামে ঠিকাদার গং দায়সারা ভাবে কাজ সারছেন।
২০ লাখ টাকায় কি কি কাজ করা হবে, এদিন তার কোন তথ্য কেউ দিতে পারে নাই। এদিন অধ্যক্ষ প্রফেসার মোঃ আবু বকর সিদ্দিক সরকার কলেজে অনুপস্থিত ছিলেন। তবে অধ্যাপক জাহিদুল ইসলাম জানিয়েছেন, কাজটি করছে জয় এন্টারপ্রাইজ। এর বেশি তিনি কোন তথ্য দেননি।
কলেজের কিছু শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শুধু সংস্কার কাজ নয়, বিগত দিনে ভুয়া কাগজপত্র, ভুয়া নিবন্ধন সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে বানিজ্য করা হয়েছে এখানে। তাতে নিয়োগদাতাগণ লাভবান হলেও কলেজের কোন উন্নয়ন হয়নি। তারা আরো জানিয়েছেন, সরকারী হওয়ার পুর্বে বিভিন্ন ব্যাংকে কলেজের হিসাব নম্বরে যে অর্থ জমা ছিল তাও তুলে পকেটস্থ করা হয়েছে। ওই সব শিক্ষকদের দাবী, তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে পড়বে।(চলবে)
Leave a Reply