পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- পারিবারিক কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করনের লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে অতি-দরিদ্র পরিবারের মাঝে বকনা গরু হস্তান্তর করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী/২১ খ্রি: রবিবার পীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্ত্বরে গরু হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর এপিসি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: তাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, বজ্রকথার সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, সমকালীন বার্তার সম্পাদক ও প্রকাশক গোলাম কবির বিলু,পীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার ডায়মন্ড জেস্পার ঘাঘ্রা , পীরগঞ্জ পৌর কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, ওসমানপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাসান আলী সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাজী মোকছেদ আলী সরকার, সিনিয়র সাংবাদিক হাজী আব্দুল্লাহীল বাকী বাবলু, জাগো বাহে ২৪ ডট কমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আক্তারুজ্জামান রানা, দৈনিক আলোর সংবাদ ডট কমের সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম সরকার, ওয়ার্ল্ড ভিশন কর্মী তাহমিদুর রহমান প্রমুখ। শেষে অতি-দরিদ্র ৪০ জনের মধ্যে ৪০টি বকনা গরু হস্তান্তর করা হয়। পীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার ডায়মন্ড জেস্পার ঘাঘ্রা বজ্রকথাকে জানিয়েছেন ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে মোট ১২৫টি বকনা গরু হস্তার করা হবে। আজ চল্লিশটি হস্তার হলো।
Leave a Reply