বজ্রকথা সংবাদপত্র থেকে এস এ মন্ডল।– রংপুরের পীরগঞ্জ উপজেলায় দিন দিন আলুর আবাদ বৃদ্ধি পাচ্ছে। এ বছরও লক্ষ্যমাত্রার চেয়ে ২হাজার ২৫০ হেক্টর বেশি জমিতে আলুর চাষ হয়েছে এখানে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর পীরগঞ্জ উপজেলায় ৫ হাজার ৯শ ৫০ হেক্টর জমিতে গোল আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু ৮ হাজার ২০০ হেক্টর জমিতে গোল আলুর আবাদ হয়েছে।
জানাচ্ছি, পীরগঞ্জ উপজেলার মাটি অনেকটাই উর্বর, এই মাটিতে সব রকম শস্য ফলে। ধান গম ভুট্টার পাশাপাশি সব ধরনের শাক সবজির আবাদ হয় এখানকার মাটিতে।আর কৃষকরাও বেশ পরিশ্রমি। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে পীরগঞ্জ উপজেলা।এই উপজেলা চাউল উৎপাদনে সয়ংসম্পূর্ণ। আলু ও কচু উৎপাদনে রেকর্ড গড়েছে। সব ইউনিয়নে কমবেশী আলুর আবাদ হলেও চারটি ইউনিয়নে সব চেয়ে বেশি আলুর আবাদ হয়। এর মধ্যে রামনাথপুর, মিঠিপুর, রায়পুর, ও বড় আলমপুর ইউনিয়নে সর্বাধীক আলুর আবাদ হয়ে থাকে। উল্লেখ্য ২০২৪ সালে দেশে ব্যাপক ভাবে আলুর মুল্যবৃদ্ধির কারণে এ বছরও পীরগঞ্জে ব্যাপক আলুর চাষ হয়েছে; কিন্তু উৎপাদিত গোল আলু স্থানীয় হিমাগারগুলোতে স্থান সংকুলান না হওয়ায় সংরক্ষণের সুযোগ পাচ্ছে না কৃষক ও ব্যবসায়ীরা।
যদিও পীরগঞ্জে উৎপাদিত গোল আলুকে সামনে রেখে এখানে কৃষিকল, পীরগঞ্জ হিমাগার (তছির উদ্দিন),শাহ ইসমাইল গাজী (রহঃ) ও শান্তনা কোল্ড স্টোরেজ নামে ৪টি হিমাগার গড়ে উঠেছে। প্রত্যেকটি হিমাগারে ৫০ কেজির বস্তায় ধারণ ক্ষমতা গড়ে ২ লাখ বস্তা। ইতোমধ্যে হিমাগারগুলো আলু সংগ্রহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছে। তার পরেও ব্যবসায়ী ও কৃষকরা আলু রাখাতে হিমাগার গুলোতে ভীড় করছেন কিন্তু আলু গ্রহনে অপরাগতা প্রকাশ করেছে হিমাগার কর্তৃপক্ষ। হিমাগার কর্তৃপক্ষ চাপ সামলাতে না পেরে আলু না আনতে কৃষকদের নিরুৎসাহিত করে মাইকে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে, পীরগঞ্জ সীমানায় ঢাকা –রংপুর মহাসড়ক সংলগ্ন এলাকায় গড়ে উঠা হিমাগারগুলোর সমনে সড়কে অসংখ্য ভ্যান, ট্রাককে আলু নিয়ে অবস্থন করতে দেখা গেছে।
এমন পরিস্থিতিতে পীরগঞ্জ উপজেলায় আরো হিমাগার প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগী কৃষক ও আলু ব্যবসায়ীগণ।
পর্যবেক্ষকরা মনে করেন, বর্তমানে আলু অর্থকরী ফসল। তা ছাড়া ভাতের উপর চাপ কমাতে আলুর অবদান রয়েছে।আলু সল্প মেয়াদী ফসল ও কম খরচে অধীক ফলন পাওয়া যায়। আলুকে কেন্দ্র করে বেশ কিছু শিল্প কারখানা গড়ে উঠেছে বিভিন্ন এলাকায়। আলু ভালোমানের তরকারী হওয়ায় এর জনপ্রিয়তাও বেশি। সেই কারণে আলু চাষে কৃষককে কোন ভাবেই নিরুৎসাহিত করা যাবে না। উৎপাদিত আলু নিয়ে যাতে কৃষক বিড়ম্বনার শিকার না হয় সেদিকে কৃষি বিভাগ ও প্রশাসনের সুজর দরকার।
সেই সাথে আলুর চাষ বাড়াতে সার্বিক সহযোগীতার পাশাপাশি আলু সংরক্ষণে আরো হিমাগার প্রতিষ্ঠা করার বিষয়টি এখন সময়ের দবি। অনেকের মত মনে করি, দেশের চাহিদা মিটিয়ে আলু রপ্তানির দিকে নজর দিলে দেশ ও দেশের কৃষক লাভবান হবেন।
Leave a Reply