সুলতান আহমেদ সোনা ।- ইট তৈরীর কাঁচামাল হিসেবে মাটি ব্যবহার করা হয়ে থাকে। সুদুর অতিত থেকেই এ দেশের ইটের ভাটাগুলোতে ইট তৈরীর জন্য ভালোমানের মাটি ব্যবহার করা হচ্ছে। ভালো ইট তৈরীর জন্য ভালোমাটির দরকার হয়। ভালো মানের ইট ভালোদামে বিক্রী হয় বলে ভাটা মালিকরা সব সময় ফসলী জমির “টপসয়েলক” পছন্দের তালিকায় রাখেন। এই এলাকায় লাল,এঁটেল ও কাঁদামাটি মিশেল করে কোন কোন ভাটায় ইট তৈরী করা হচ্ছে। কিন্তু পোড়ানোর পরে সেই ইট বেচা কেনা হলেও ক্রেতাদের নজর থাকে ভালোমানের ইটের দিকে।
বর্তমানে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ইটভাটার সংখ্যা প্রায় ৫২টি। এই ভাটাগুলোতে প্রতি বছর লাখ লাখ ইট তৈরী করা হয়। এখানকার ভাটাগুলো সরকারি-বেসরকারি চাহিদা পূরণ করেও পাশ্ববর্তি উপজেলাগুলোতেও ইট সরবরাহ করে থাকে। ফলে প্রতি বছর ইটভাটা গুলোতে ইট তৈরীর জন্য কোটি কোটি সিএফটি মাটির প্রয়োজন হয়। এক অনুসন্ধানে জানা গেছে, এই ইট তৈরী করার জন্য যে মাটির প্রয়োজন হচ্ছে, তার যোগান আসে উপজেলার ফসলী জমির টপসয়েল থেকে। সরেজমিন দেখা গেছে, ভাটা মালিক এবং তাদের নিয়োজিত দালালরা গ্রামে গ্রামে ঘুরে কৃষকদেরকে লোভ দেখিয়ে চুক্তি করে চুক্তিবদ্ধ কৃষকদের আবাদী জমির মাটি কেটে ট্রাক্টরে করে ইট ভাটায় নিয়ে যাচ্ছে। এ ভাবে প্রতি বছর শত শত বিঘা জমির টপ সয়েল কেটে ভাটাগুলোতে নেয়ার কারনে জমিগুলো উর্বরা শক্তি হারাচ্ছে। এদিক কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন, ভূমি অফিসগুলোর দৃষ্টি দেয়ার কথা; কিন্তু প্রশাসন বিষয়টি উপেক্ষা করায় দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই জমির টপসয়েল রক্ষায় ব্যবস্থা নেয়া হবে এমনটাই আশা করেন পর্যবেক্ষক মহল।
Leave a Reply