পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।-রংপুরেরপীরগঞ্জ উপজেলায় গতরোববার দিবাগত রাতে ২ কৃষকের ৫টি গরুচুরি হয়েছে।
জানা গেছে, টুকুরিয়া ইউনিয়নের মোনাইল গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শহিদুল ইসলামের ৩টি গাভী ও চৈত্র কোলইউ নিয়নের অনন্তরামপুর গ্রামের মৃত হোসেন মুন্সির পুত্র আসাদুজ্জামান শাহীনের ফ্রিজিয়ান জাতের ১টি গাভী ও একটি ষাঁড় বলে জানা গেছে।
চৈত্রকোল ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ তার ইউনিয়নের গরুচুরির বিষয়টি নিশ্চিত করে জানান অনন্তরামপুরের শাহীন মিয়ার ২টি গরু হারিয়ে সে নিঃস্ব হয়ে গেছে। টুকুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, গতকাল রাতে শহিদুল ইসলামের গোয়াল থেকে ৩টি গাভগরু চুরি হওয়ায় সে পাগল প্রায়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইানচাজ জাকির হোসেন সাংবাদিকদের জানান টুকুরিয়া ইউনিয়নের ৩ টি গাভী চুরির বিষয়টি জানি কিন্তু চৈত্রকোল ইউনিয়নের গরুচুরির বিষয়টি এখনও কেউ আমাকে জানাই নাই।
Leave a Reply