রংপুর জেলার পীরগঞ্জে “বীজ বাংলা” নামের একটি এনজিও’র অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে চতরা এলাকার মানুষ। তাদের দায়েরকৃত অভিযোগে মাত্র ১৮ হাজার টাকার জন্য পুলিশ রাত সাড়ে ৩ ঘটিকার সময় বাড়ি থেকে তুলে এনেছে সুধা রাণীকে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের শ্রী প্রদীপ চন্দ্র বর্মন (৪৫) এর স্ত্রী সুধা রাণী (৪০) “বীজ বাংলা” চতরা শাখা থেকে কারোনার আগে মাত্র ৪০ হাজার টাকা ঋণ গ্রহন করেছিলেন। তার পর ২২ হাজার টাকার কিস্তি পরিশোধ করেছেন। এর মধ্যে মাঠ কর্মী আরো ৭ হাজার টাকার কিস্তি তুলে নিলে কোন রশিদ প্রদান করেনি। এই বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিলে একটি মামলার ওয়ারেন্টভুক্ত হিসেবে সুধা রাণীকে পীরগঞ্জ থানার পুলিশ ২১ ফেব্রুয়ারী দিনগত রাত সাড়ে ৩ ঘটিকার সময় ধরে এনেছে। এ ব্যাপারে “বীজ বাংলা” চতরা শাখার বর্তমান ম্যানেজার হাবিবুর রহমান এর সাথে ০১৭২২০০৮২৫৬ নম্বরে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য প্রদান করেননি। পীরগঞ্জ থানাও এ ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি। চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক! সামান্য কটা টাকার জন্য এ ভাবে কাউকে হেনস্তা করা উচিত হয়নি। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
Leave a Reply