সুলতান আহমেদ সোনা/ রানা জামান।- রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পীরগঞ্জ উপজেলার ব্যাপক পরিচিতি রয়েছে। পরিচিতির কারণ হলো প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মস্থান পীরগঞ্জ।স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ী পীরগঞ্জ। ডিজিটাল বাংলাদেশের রুপকার পীরগঞ্জের কৃতিসন্তান সজিব ওয়াজেদ জয় এর পৈত্রিক নিবাস পীরগঞ্জ। রংপুর ২৪, পীরগঞ্জ- ৬ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এই আসনের নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সব কারনে নিজেদের এলাকা নিয়ে গর্ববোধ করেন পীরগঞ্জের আপামর মানুষ। এখানে যারা সরকারী কর্মকর্তা আছেন তারাও এখানে কাজ করতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করেন।
এতো পরিচিতির সুবাধে বর্তমান সরকারের আমলে প্রকাশে অপ্রকাশে অনেক উন্নয়ন হচ্ছে বলে দাবী করেন সরকার দলীয় নেতা কর্মীরা। কিন্তু এই উন্নয়নের পর্দার আড়ালে কী পরিমান অনিয়ম দূর্নীতি হচ্ছে সেদিকে তাদের নজর নেই। অবশ্য পরিপূর্ণ উন্নয়নের কোন তালিকাও আমাদের হাতে নেই।
এখানে গত দশ বছরে কী পরিমান উন্নয়ন হয়েছে তার তথ্য সরবরাহে অপারগতা প্রকাশ করার কারনে সচিত্র সংবাদ প্রকাশে ব্যর্থ হয়েছে মিডিয়ার লোকজন। তথ্য অধিকার আইনে আবেদন করা হলেও তথ্য দেয়নি সরকারের কর্মকর্তারা। তার পরেও আমরা প্রায় প্রতিদিনই সরেজমিন গিয়ে উন্নয়ন কর্মকান্ডের সংবাদ প্রকাশের চেষ্টা করি।
২৬ জুলাই/২১ খ্রি: বিকেল ৩ ঘটিকার সময় উপজেলার ৮ নং রায়পুর ইউনিয়নের চাঁন্দের বাজার উচ্চ বিদ্যালয়ের সাইকেল গ্যারেজের সেড নির্মান প্রকল্পের কাজ দেখার সুযোগ হয়েছে। এলজিএসপি -৩,অর্থবছর ২০২০-২০২১(২য় কিস্তি) বরাদ্দ ২ লাখ,২৩ হাজার,২১৩ টাকা। ওয়ার্ড নং ৮, প্রকল্পের সভাপতি মোঃ বেলাল মিয়া, সংরক্ষিত সদস্য মহসিনা বেগম। এই কাজটিতে বড় অংকের টাকা বরাদ্দ করা হলেও নি¤œমানের সামগ্রী দিয়ে সাইকেল গ্যারেজটি দায়সারা ভাবে নির্মান করা হয়েছে। ঘর নির্মানের
আবুল খায়ের কোং এর ১৮ মিঃলিঃ গরু মার্কা ৩২ খানা টিন দিয়ে দোচালা একখানা নড়বড়ে ঘর নির্মান করা হয়েছে। স্থানীয়রা এতে উষ্মা প্রকাশ করেছেন। তাদের মতে গোটা ঘর নির্মাণে আনুমানিক ৭৫ হাজার টাকা খরচ হতে পারে। প্রকল্প কমিটি নামমাত্র কাজ করে অর্থপকেটে রেখেন। তারা এ ব্যাপারে তদন্তের দাবী জানিয়েছেন। এ ব্যাপারে প্রকল্প কমিটির সভাপতির সাথে কথা হলে তারা বজ্রকথা কে জানান, এই প্রল্পের সাথে তাদের কোন যোগ সুত্র নেই।তারা এই প্রকল্পের সম্পর্কে কিছুই জানেন না। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সাথে তার ফোন নম্বর ০১৭১২৬০৭১১৭ নম্বরে মন্তেব্যের জন্য ফোন দেওয়া হলে তিনি কলটি গ্রহন না করায় মন্তব্য পাওয়া যায়নি। ( চলবে)
Leave a Reply