কনক আচার্য ।- নদী হচ্ছে মাটির শরীরে বহমান ধমনী। নদী প্রকৃতির আশির্বাদ। খালগুলো শিরার মত। যে অঞ্চলে নদী খাল বিলের সংখ্যা বেশি সে অঞ্চল তত বেশি উর্বর, সমৃদ্ধ। খাল বিল ঝিল নদীগুলো আমরা পেয়েছি উত্তরাধীকার সুত্রে। নদী, জলাধারগুলো প্রকৃতির দান,তাই নদী জলাধারগুলো রক্ষা করতে হবে। এটা সময়ের দাবী। আজ থেকে ৪০ বছর আগেও আমাদের দেশের নদ-নদী খাল বিলগুলো অনেকটা নিরাপদ ছিল। কিন্তু ভুমি দস্যু,বালি চোর, মাটি ব্যবসায়ীরা নানা ভাবে জলাধারগুলো দখল করেছে এবং নদ-নদীর সর্বনাশ করেছে এখনো।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় নদীর সংখ্যা কম। খাল আছে বেশকটি। বিলের সংখ্যা অনেক। নদী বলতে সকলে চেনে করতোয়াকে। স্থানীয় লোকজন করতোয়াকে চেনে “ বড় নদী” নামে। উত্তরবঙ্গের এক কালের সর্বপ্রধান ও পবিত্র নদী এই করতোয়া।
করতোয়া নদী সম্পর্কে জানা যায়, করতোয়া নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পঞ্চগড় ও দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ অংশে নদীটির দৈর্ঘ্য ১৮৭ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৫ মিটার। নদীটি সাপের মত এঁকে বেঁকে বয়ে চলছে। ভুটান সীমান্তের উত্তরে হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে এই নদী; তারপর বিভিন্ন উপনদীর জলধারা বক্ষে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহত্তর রংপুর, বগুড়া ও পাবনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ইছামতী নদীর সাথে মিলিত হয়েছে এই নদী। মুলত করতোয়া তিস্তারই একটি শাখা নদী। করতোয়ার কিছুটা অংশ দিনাজপুর ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সীমানা ধরে বহমান রয়েছে। কিন্তু করতোয়ার সেই আগের রুপ আর নেই। বর্ষাকালে করতোয়াকে মোটামোটি নদী বলে মনে হলেও শুস্ক মৌসুমে মরাখালে পরিণত হয় বড় নদী করতোয়া। এখন করতোয়ার শরীর ক্ষত বিক্ষত! সারা বছর করতোয়ার বুকে চলে খোড়া খোড়ি ! বিশেষ করে বালির কারবারিরা অপরিকল্পিত ভাবে বালি উত্তোলন করায় করতোয়া এখন অসুস্থ।
দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে বালি উত্তোলন নিয়ে পত্র পত্রিকায় লেখা লেখি করা হলেও স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত তেমন কোন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি।করতোয়া নদী থেকে লুটেরাদের অবৈধ ভাবে বালু উত্তোলন ও লুটপাট বন্ধ হয়নি দীর্ঘ দিনেও। সরে জমিন ঘুরে দেখা গেছে, করতোয়া নদীর পীরগঞ্জ অংশে চতরা ইউনিয়নের ল্যাংড়ার ঘাট নামক স্থানে জোরেসোরে চলছে , অবৈধভাবে বালি উত্তোলন, বালির ব্যবসা। অভিযোগ রয়েছে, করতোয়া নদী পাড়ের ৩ গ্রামের একটি চক্র সমিতি গঠন করে মাসের পর মাস ধরে নদী থেকে বালি তুলে বিক্রি করে লাভবান হচ্ছে। তাতে নদী ও এলাকার ক্ষতি হলেও সরকার কোন রাজস্ব পাচ্ছে না। অধৈভাবে যত্রতত্র অপরিকল্পিত ভাবে বালি তোলার কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি জমি। এখানকার কৃষক পরিবার জমি হারাচ্ছে। ঘর-বাড়ী ভাঙ্গনের মুখে পড়েছে । নদী দিক পরিবর্তন করছে। জানা যায় ঘাট এলাকার ৩৩ জন বালি লুটকারী যুবক সমিতি গঠন করে মেশিন দিয়ে বালি তুলে বিক্রি করছে প্রতিদিন। সমিতির সদস্যরা মাস্তান ও বেপরোয়া হওয়ার কারনে তাদের অপকর্মের প্রতিবাদ করতে সাহস পায় না ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।
সম্প্রতি ল্যাংড়ারঘাট এলাকায় গিয়ে দেখা যায়, উক্ত ঘাটে দেড়’শ ফিটের মধ্যে ৮টি বোমা মেশিন লাগিয়ে দিবারাত্রী বালি লুটের কারবার চালাচ্ছে সমিতির সদস্যরা। পরিবেশ দেখে মনে হয়েছে, যেন অবৈধভাবে বালি তোলা ও ট্রলিযোগে বিক্রির মহোৎসব চলছে সেখানে। প্রতিদিন শত-শত ট্রলি বালি পরিবহন করায় গ্রামের রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগি হয়েছে। অবশ্য উপজেলা প্রশাসন ক’মাস আগে বালি উত্তোলন বন্ধে মাইকিং করেছিল কিন্তু প্রশাসনের ওই প্রচারণায় কোন কাজ হয়নি। এ ব্যাপাওে আমাদেও প্রতিনিধি পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব এর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি রংপুরের জেলা প্রশাসক ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দিয়েছেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এ সব বালি উত্তোলন বন্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সাথে কথা হলে তিনি বলেছেন, আমরা ইতিপূর্বে করতোয়া নদীর বালু উত্তোলন বন্ধে একাধিকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি এবং তা অব্যাহত আছে।
বলাই বাহুল্য,শুধু ন্যাংড়ার ঘাট নয় জয়ন্তিপুর, নদীর শালপাড়া,জয়ন্তিপুর,কাঁচদহ ,সুজার কুঠি, বিছনা, উঁচাপাড়া, নামা পাড়াসহ আরো কিছু পয়েন্টে অবৈধ্যভাবে বালি উত্তোলন চলছে। উপজেলার প্রায় এগারো জন প্রভাবশালী পীরগঞ্জের বালির ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এই বালির কারবার থেকে কারবারিরা লালবান হলেও সরকার পাচ্ছে না কানা কড়ি।
Leave a Reply