শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জে করোনা প্রতিরোধে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে ইমাম পুরোহিতদের কর্মশালা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৫৭ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে করোনা প্রতিরোধে টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে ইমাম-পুরোহিতদের একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন/২২ খ্রিঃ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায়।
সুশাসনের জন্য নাগরিক সুজন পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান আলোচক ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের মেডিকেল অফিসার ডাঃ সরওয়ার আলম। কর্মশালায় দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী অনুপম রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা অংশগ্রহন করেন উপজেলা মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম, ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ পীরগঞ্জ এর সুপারভাইজার মোঃ রেজাউল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড সন্তোষ কুমার সরকার, পুজাউদযাপন কমিটির উপজেলা সভাপতি বাবু সুধীর চন্দ্র সরকার, মাওঃ এজাজুল ইসলাম, মিঃ লিটন মার্ক লাকড়া, দীপক কুমার চক্রবর্তি প্রমুখ। এই কর্মশালায় ৩০জন ধর্মীয় নেতা অংশ নিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com