সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

পীরগঞ্জে জনপ্রিয় হচ্ছে হাঁসের খামার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৫৩০ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।- এক সময় পীরগঞ্জ উপজেলার স্বচ্ছল ও প্রভাবশালী পরিবারগুলো জমি জমা নিয়ে অহংকার করতো। কারণ যার জমি ছিল বেশি অর্থনৈতিক ভাবে তারাই ছিল স্বচ্ছল।ধান,পাট, আখ, কলাই, সরিষার আবাদ করে তারা মোটামোটি টাকা পকেটে ভরতেন। কিন্তু এখন ধারণা পাল্টে যাচ্ছে। বর্তমানে মানধাত্তা আমলের কৃষির ভাবনা ও ধ্যান ধারণার বাইরে এসে কৃষি খামারে বিনিয়োগ করছেন অনেকেই। বিশেষ করে যুব সমাজ মাছ চাষ, ফল চাষ, হাঁস-মুরগীর খামার, গরু মোটা তাজা করণ,দুগ্ধ খামার করে স্বাবলম্বি হচ্ছেন।এই খামারীরা আধুনিক পদ্ধতিতে খামার করে অর্থ বিত্তের মালিক হচ্ছেন। সম্প্রতিক সময়ে পীরগঞ্জ উপজেলায় মুরগীর খামার,গরু মোটা তাজাকরণ ও দুগ্ধ খামার এর পাশাপাশি হাঁসের খামার বেশ লাভ জনপ্রিয় ও লাভজনক হয়ে উঠেছে।

গত ২৪ জানুয়ারী ২০২১ রবিবার উপজেলার টিওরমারী গ্রামে গিয়ে দেখা গেছে সেখানে ৩ হাজার হাঁসের একটি খামার গড়ে তুলেছেন আবুল হাসেম মিয়া ও রেনু বেগম দম্পত্তি। খামারে ৮ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। খামারটি পরিচালনা করেন, আবুল হাসেম মিয়ার পত্নী মোছাঃ রেনু বেগম। খামারটি সবার নজড় কেড়েছে। খামারটির নাম করণ করা হয়েছে“ লতিফ এগ্রো ফার্ম ” নামে। খামারটি শুরু করা হয়েছিল ২০২০ সালে। মাত্র ১৮শ হাঁসের বাচ্চা দিয়ে শুরু করা হলেও এই খামারে এখন রয়েছে ৩০০০ হাঁস। এই খামারে রয়েছে রুপালী, কাকলী, বেইজিং ও ব্লাকহোল জাতের হাঁস। এই হাঁসগুলোর মধ্যে সাড়ে ৭০০ হাঁস নিয়মিত ডিম দিচ্ছে। শুধু তাই নয়, খামারে উৎপাদিত ডিম দিয়ে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোঁটানো হচ্ছে। চার মাস ধরে ডিম ফোঁটানোর কাজ চলছে।সেই সাথে বিক্রি করা হচ্ছে হাঁসের বাচ্চা। রেুনু বেগম বজ্রকথাকে জানিয়েছেন, হাঁসের খামার নিয়ে তাদের বড় স্বপ্ন রয়েছে। ২ সন্তানের জননী রেনু বেগম আরো জানিয়েছেন, প্রতিদিন অনেকেই আসেন তাদের খামার দেখতে। অনেকেই উৎসাহিত হচ্ছেন খামার করার ব্যাপারে। তিনি জানান, তাদের খামার থেকে রুপালী ও কাকলীর বাচ্চা প্রতিটি ৯০ টাকা, বেইজিং ৮০ টাকা এবং ব্লাকহোল ৭০ টাকায় বিক্রী করা হচ্ছে। তিনি বলেন, সরকারী পৃষ্টপোষকতা পেলে তারা আগামীতে আরো ভালো কিছু করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com