বজ্রকথা প্রতিনিধি।- ‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ শ্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত ২ দিনের উন্নয়ন মেলা আজ ২৮ মার্চ রবিবার শেষ হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ মার্চ শনিবার পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়। মেলায় গত বছরের তুলনায় লোকজনের উপস্থিতি কম হলেও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের বেশকটি স্টল ছিল। এর মধ্যে পীরগঞ্জ থানার স্টলে সব চেয়ে বেশী লোকসমাগম দেখা গেছে। পুলিশ বিভাগ তাদের কর্মকান্ড, সেবা,পুলিশ-জনতার সম্পর্ক বিষয়ে দর্শনার্থীদের অবহিত করেছে এবং নানা প্রশ্নের উত্তর দিয়েছে।পাশাপাশী উপজেলা মৎস্য বিভাগ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের স্টল সাধারণ মানুষের নজর কেড়েছে। মেলায় উপজেলা কৃষি অফিসের স্টলে ছিল দৈন্যতার ষ্পষ্ট ছাপ! সন্ধ্য ৭টা ২০ মিনিটের আতোশবাজি উপভোগ্য ছিল। ২৮ মার্চ রবিবার আনুষ্ঠানিক ভাবে মেলার সমাপ্তি ঘোষণা উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায় ।
Leave a Reply