রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

পীরগঞ্জে নখারপাড়া ও চতরায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৮ বার পঠিত
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল  দিয়ে আইসক্রিম তৈরি হচ্ছে পীরগঞ্জের বেলাল ও  নখারপাড়ার আশরাফুল ইসলাম এর  পাইলট সুপার আইসক্রিম ফ্যাক্টরিতে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে এই দুই কারখানা বন্ধের দাবী জানান এলাকাবাসী। তীব্র এই গরমে অতিষ্ঠ জনজীবন, এরই সুযোগে গ্রামাঞ্চলে ভ্রাম্যমাণ ভাবে বিক্রি হচ্ছে আইসক্রিম, আর দাবদাহে সাময়িক তৃষ্ণা মেটাতে শিশুরা আইসক্রিম খেয়ে প্রাণ জুড়ানোর চেষ্টা করছে। আইসক্রিম বিক্রেতার মাইকের শব্দে ছুটাছুটি করে শিশু। এরা বাবা-মায়ের কাছে টাকা-পয়সা নিয়ে কিনে খাচ্ছে আইসক্রিম, এতে শিশুদের নিয়ে পড়েছে বিপাকে, মাঝে মাঝে বিদ্যুৎতে লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠছেন শিশুরা, এই ধরণের কেমিক্যাল খেয়ে অনেক শিশুরা ডায়রিয়া, স্বর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথা ও নানা রোগের আক্রান্ত হচ্ছেন।
খাবারের অনুপযোগী রং, চিনি, স্যাকারিন আর সরাসরি পানি ব্যবহার করে তৈয়ারি হচ্ছে আইসক্রিম, এই সব আইসক্রিম কারখানায় নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ।  আইসক্রিম তৈরির দুটি কারখানায় নেই কোনো পরিস্কার পরিছন্নতা, তৈয়ারী হচ্ছে নোংরা পরিবেশে শিশুদের আইসক্রিম । শনিবার (১২ এপ্রিল) চতরা ডিগ্রি কলেজের সামনে বেলাল আইসক্রিম ও রায়পুর ইউনিয়ন নখারপাড়া বাজারে  পাইলট সুপার আইসক্রিম কারখানার নানা  অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে  আশরাফুল ইসলাম পাইলট সুপার  আইসক্রিমের লেভেল ব্যবহার করছেন ঢাকা, নারায়ণগঞ্জ, বগুড়া ও বাগেরহাট সহ বিভিন্ন জেলার।  বেশ কয়েক বছর ধরে গরমের মৌসুমে আইসক্রিমের ব্যবসা করে আসছেন এই দুই কারখানা, বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর রং ও ঘনচিনি দিয়ে কারখানায় তৈয়ারী হচ্ছে আইসক্রিম ।  এ ব‍্যাপারে   পাইলট সুপার আইসক্রিম ফ‍্যাক্টরির মালিক  আশরাফুল বলেন স‍্যাকারিন এবং সুইডেস এগুলো। আইসক্রিমে স‍্যাকারিন রং মেশানো যায় কি/না প্রশ্ন করলে তিনি বলেন এগুলো তো সব ফ‍্যাক্টরিতে ব‍্যবহার করা হয়। এ বিষয়ে উপজেলা হাসপাতালের( আরএমও) ডাক্তার তরিকুল ইসলাম রিমন জানান অস্বাস্থ‍্যকর কেমিক্যাল  ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা  এই আইসক্রিম।খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে যেমন, পেট ব্যথা. আমাশা. ডায়রিয়া, শরীর দুর্বল সহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com