এস এ মন্ডল / রানা জামান।- টাকা থাকলেই ভালোকাজ করা যায় না। ভালো কাজের জন্য সুন্দর একটা মন থাকা দরকার। আবার মন থাকলেও ভালো কাজ করা যায় না, যদি না কারো প্রবল ইচ্ছাশক্তি থাকে। নিঃস্বার্থ ভাবে সমাজ সেবা সেই ব্যক্তি করতে পারে যিনি দান করে কারো কাছে প্রতিদান চান না।এমন একজন মানুষ পীরগঞ্জের জাহিদুল ইসলাম রুবেল। যিনি একজন তরুণ ব্যবসায়ী,শিক্ষক,সমাজ সেবক। কারোনাকালে যিনি ব্যক্তিগত ভাবে কর্মহীন, অভাবগ্রস্ত লোকজনদের ঘরে ঘরে খাবার পৌছে দিয়েছেন। মাস্ক বিতরণ করেছেন।ইদানিং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ক্রিড়া ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। শুধু তাই নয় অসুস্থ মানুষদের চিকিৎসা সহায়তা,কন্যাদায়গ্রস্ত পিতা-মাতাদের আর্থিক সহায়তা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করে যাচ্ছেন। ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা করছেন। তার কাছে গিয়ে কেউ খালি হাতে ফেরে না বলে এলাকায় এখন তার পরিচিতি “মানবতার ফেরিওয়ালা” হিসেবে। গত ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার পীরগঞ্জ উপজেলার কুমেদপুর বাজারে গিয়ে দেখা গেছে জাহিদুল ইসলাম রুবেল এর পক্ষ থেকে রক্তের গ্রæপ নির্ণয় ও মাস্ক বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকে রাত অবধি এই কার্যক্রম পরিচালনা করা হয়। এদিন কুমেদপুর বাজারের আরোগ্য নিকেতনের মালিক জেনারেল প্রাকটিশনার ডিপ্লোমা-ইন-প্যারামেডিকেল (দিনাজপুর), ডিপ্লোমা-ইন-মেডিসিন এন্ড সার্জারী (ঢাকা),এল এম এ এফ পি-দিনাজপুর, ফার্মাসিষ্ট-১৩৭৫-ডাঃ মিলন রায় রক্তের গ্রæপ নির্ণয় করেন। তাকে সহায়তাদেন দোলা রায় মিলন, নুরুন্নবী ইসলাম নয়ন,রোকছেনা বেগম,সাথী বেগম,ফুয়াদুল ইসলাম ফুল।এদিন এলাকার দেড় শতাধিক সাধারণ মানুষের বিনামুল্যে রক্তের গ্রæপ নির্ণয়সহ মাস্ক প্রদান করা হয়। সহকারী অধ্যাপক পীরগঞ্জের কৃতিসন্তান জাহিদুল ইসলাম রুবেলের সেবামূলক কর্মকান্ডর কথা চারিদিকে ছড়িয়েছে পড়েছে। এলাকার মানুষ তার প্রসংসা করছেন।
Leave a Reply