বজ্রকথা প্রতিবেদক।- রংপুরের পীরগঞ্জ উপজেলাধীন মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া গ্রামের জাকারিয়া হোসের পুত্র আদম চার বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
গত শনিবার (৮ জুন) রাত ১১ ঘটিকার সময় জোব্বার মন্ডল এর পুত্র রঞ্জু ও ফজলুর পুকুর থেকে একদিন পর ওই শিশুর লাশ উদ্ধার হয়েছে ।
জানা গেছে শিশুটি হারিয়ে যাওয়ার পর সন্তানহারা বাবা জাকারিয়া অনেক খোঁজাখুঁজি করতে গিয়ে রঞ্জু ও ফজলুর পুকুরের পাশে সন্তানের জুতা দেখতে পায়,তাৎক্ষনিক আদমের মা জুতা দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন পুকুর পাড়ে ছুটে আসেন এবং টর্চ লাইটের আলোয় তারা পুকুরে আদম এর ভাসমান লাশ দেখেন ।পরে পীরগঞ্জ থানায় সংবাদ দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত সয়া ১১টার দিকে লাশ উদ্ধার করেন এবং উদ্ধারকৃত লাশ পীরগঞ্জ থানায় নিয়ে যাওয়ার পরে এলাকার কিছু উৎশৃংখল লোকজন রাত ২টার দিকে পুলিশের উপর হামলা করে এবং দুর থেকে ইটপাটকেল ছুড়েন। অবস্থা বেগতিক দেখে আত্মরক্ষার্থে পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট ছোড়েছে বলে জানা গেছে। এই ঘটনায় প্রায় ২৫ পুলিশ এবং স্থানীয় ৪ ব্যক্তি আহত হয়েছে বলে জানা যায়। ওই ঘটনার পর মাদারগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে ৯ জুন রবিবার শিশু আদমের ময়না তদন্ত শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসময় সহকারী কমিশনার (ভুমি) তকী ফয়সাল তালুকদারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ৭ জুন বাচ্চাটি হারিয়ে যায়, এর পর বাবা মা পাগলের মত খোঁজাখুঁজি করতে থাকে এবং ৮ জুন রাতে জনৈক রঞ্জু ও ফজলুর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এবং ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।( বিস্তারিত আগামী কাল)
Leave a Reply