পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বসত বাড়ী ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার রামনাথপুর গ্রামের মিজানুর রহমানের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালে ৮ বছরের শিশুকন্যা চুমকিকে ধর্ষণ করে হত্যা ও লাশ গুম করার অপরাধে তাদেরকে আসামী করায় এ ঘটনাটি ঘটিয়েছে।
গত ১২ জুলাই একই গ্রামের সোবহান, মুনছুর আলী উভয়ের পিতা: মৃত: হোসেন আলী, নাছির উদ্দিন, ইদ্রিস আলী উভয়ের পিতা: মৃত: নছুমিয়াসহ একদল ভাড়াটিয়া লোক ঘটনার দিন মামলার বাদীর পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়ীতে দাওয়াত খাইতে গেলে উক্ত আসামীগণ পূর্বশত্রুতার জেরে সকাল ৭টায় বাদীর ছোটভাই মিজানুরর হমানের দোকানে অতর্কিতভাবে হামলা ও ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে মিজানুর রহমানের লোকজন বাধা দিলে নাছির ও মুনছুরের নেতৃত্বে একদল ভাড়াটিয়া লোক তাদের বাড়ীতে প্রবেশ করে হামলা, ভাংচুর লুটপাট ও আগুন লাগিয়ে দেয়। এক পর্যায়ে শাহজাহান, শাহিদুল, শাহাদত, রিনা বেগম, সুফিয়া বেগম,মিজানুর রহমান গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করান। মামলার বাদী শাহজাহান আলী বলেন আমার একমাত্র কন্যা চুমকিকে তারা হত্যাকরে এবং সম্প্রতিক সময়ে বিজ্ঞ আদালতে রিয়াদের ফাঁসির রায় হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। কোন উপায়না পেয়ে সোবহান ও মুনছুর চুমকির হত্যা মামলায় মিথ্যা স্বাক্ষী দেয়। তারপরেও বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দেয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন থানায় মামলা হয়েছে তবে অপরাধীদেরকে ধরার জোর প্রচেষ্টা চলছে। এ ঘটনায় শাহজাহান আলী বাদী হয়ে ১৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলানং- ১৫, তারিখ- ১৫/০৭/২০২২ইং
Leave a Reply