বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরুর বিতরণ   পার্বতীপুরে কালব এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত একটি কবিতার বই “বিধ্বস্ত সখিনা” পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মশালা পীরগঞ্জে নিজের জমির ধান কাটতে গিয়ে পিটুনীর শিকার মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক-শিবির সেক্রেটারি  তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ২২ জুন নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ০৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা     মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য  নাগরিক হিসেবে তৈরি করতে হবে। – ইআবি ভিসি

পীরগঞ্জে বজ্রকথার ৩০তম বর্ষে পদাপর্ণ উপলক্ষ্যে  সভা  অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩১০ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- পীরগঞ্জ থেকে প্রকাশিত  সংবাদপত্র সাপ্তাহিক বজ্রকথা আগামী ৭ সেপ্টেম্বর /২৩ খ্রি: নিয়মিত প্রকাশনার ৩০ বছরে পদাপর্ণ করবে।  এ উপলক্ষ্যে ১৬ আগস্ট বুধবার  দুপুরে ডিএসসি বিজনেস কোম্পানীর হল রুমে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

এফসাকল  এর  সভাপতি ও পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায়  বক্তব্য রাখেন বজ্রকথা’র  সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিনুর রহমান খোকন, আফছার আলী মাষ্টার,আব্দুল ওয়াহেদ মাষ্টার, উপজেলা বাশিস শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু,বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, চেতনাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, ভীমশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহেল গালেব,সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রভাষক নজরুল ইসলাম, আবিদা সুলতানা সাগরিকা, দৈনিক আলোর সংবাদ ডটকমের প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকার। বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ রায়হান বিপ্লব, বিকে টিভির এন্টার টইেনমন্টেরে প্রধান সমন্বয়কারী ও জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম আশরাফুল ইসলাম রাঙ্গা, সংগীত শিল্পী খুরশিদ আলম, উপজেলার খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি লিটন মার্ক লার্কা, এফসাকল এর  সম্প্রতির উঠোন এর সভাপতি তরণী কান্ত মন্ডল,সহ-সভাপতি বিনয় চন্দ্র বর্মন, বিকে টিভির ধর্মীয় আলোচক হাফেজ আব্দুল আল মাসউদ,   এফসাকল এর  সদস্য তৌহিদা খাতুন, মাধবী রাণী দাস, শেফালী রাণী, সাংবাদিক সাজেদুল ইসলাম মুকুল, এফসাকল পরিবারের সদস্য তৌহিদুল ইসলাম মারজু, গোলাম রব্বানী তালুকদার, ক্যামেরা ম্যান মুন্না প্রমুখ।

সভায়  ৭ সেপ্টেম্বর  বজ্রকথা সংবাদপত্রের প্রতিষ্ঠ বার্ষি কী পালন উপলক্ষ্যে কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এছাড়ও বজ্রকথার অঙ্গ প্রতিষ্ঠান বিকে টিভি এন্টারটেইনমেন্ট এর ৩ৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালনেরও  সিদ্ধান্ত গৃহীত  হয়। সভায় বজ্রকথা উপদেষ্টা পরিষদ পুনঃগঠনের সিদ্ধান্ত হয়েছে।

পরে এফসাকল সংস্থার সভা  একে এম আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসন্মতিক্রমে  এফসাকল  কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্বের কমিটি  ভেঙ্গে দিয়ে ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় মাসিক  বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com