এস এ মন্ডল।-পীরগঞ্জবাসীর দাবীর প্রেক্ষিতে চায়না কোম্পানীর পরিবহন কাজে নিয়োজিত দশ চাকার ড্রাম ট্রাক গুলো বন্ধ করার নির্দেশনা দেওয়া হলেও নির্দেশনা মানছে না বালি ব্যবসায়িরা। অনেকটা গায়ের জোরেই বালি ব্যবসাযীরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে দশচাকার ট্রাকে বালি পরিবহন করে যাচ্ছে। ফলে রাস্তাগুলো ঝুকিপূর্ণ হয়ে উঠেছে, নষ্ট হচ্ছে রাস্তা ঘাট। উপজেলা সদরে যানজট বৃদ্ধি পেয়েছে। বলা হয়েছিল দশচাকার পরিবর্তে ছয় চাকার ট্রাকে বালি বহন করতে কিন্তু স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এখনো দশ চাকার ট্রাকগুলো উপজেলা সদরের প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকার নিয়ে পিষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছে মানুষ। আহত হয়েছে বেশ ক’জন। উল্লেখ্য গত ২০২০ সালের ১৯ নভেম্বর উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ক্ষতিকর দশ চাকার ট্রাক বন্ধের দাবী তোলেন। ওই সভায় চায়না কোম্পানীর দশ চাকার ট্রাক বন্ধের দাবীতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা নুর আলম যাদু,আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু,টুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন, বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান,হাজি শরিফ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার রিবোদা রানী রায়, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলসহ স্থানীয় সাংবাদিক গন্যমান্য ব্যক্তিবর্গ।ওই সভায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দশ চাকার ট্রাক বন্ধ রাখার কথা হলেও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এর পর স্থানীয় ব্যবসায়ীরা দশ চাকার ট্রাক বন্ধের দাবীতে, পীরগঞ্জ বনিক সমিতির সভাপতি সাইফুল আজাদের নেতৃত্বে মানব বন্ধন ও পীরগঞ্জ পৌর সভার মেয়রকে স্বারক লিপি প্রদান করেন কিন্তু কানো কাজ হয়নি বরং ট্রাকের সংখ্যা বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে মাহিদ্র ট্রাক্টরে বালি বহন ফলে এখন পীরগঞ্জ পৌরসভা ধুলোর শহওে পরিণত হয়েছে। ক’দিন আগে চায়না কোম্পানী ধুলো বন্ধ করতে দিনে দইবার পানি ছিটানো শুরু করলেও পরে তা বন্ধ করে দিয়েছে। বলাই বাহুল্য সম্প্রতি আবারো স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে একটি সভায় দশচাকার ট্রাক বন্ধ করা হবে বলে কথা দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায় কিন্তু তারা কোন ব্যবস্থা নেননি। ফলে আবারো দশ চাকার ট্রাক্স বন্ধের দাবীতের মানব বন্ধন করার প্রস্তুতি নিচ্ছে পীরগঞ্জের মানুষ।
Leave a Reply