পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- পীরগঞ্জের পলাশবাড়ী গ্রামে সন্ত্রাসীরা দিনেদুপুরে এক গৃহবধুকে জবাই করার সময় প্রতিবেশী মহিলার চিৎকারে রক্ষা পেয়েছেন।
সন্ত্রাসীরা গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে আহত করায় তাকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই সময় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৪ লক্ষ নগদ টাকা, স্বর্ণালংকার সহ মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের সময় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, পীরগঞ্জের পলাশবাড়ী গ্রামে গোলাম মর্তুজা চৌধুরী শুক্রবার জুম্মার নামাজে যান। এ সময় তার স্ত্রী মাফরুহা চৌধুরী (৬৫) বাড়ীর বাথরুমে গোসল করতে যান। বাড়ীতে পুরুষ মানুষ না থাকার সুযোগে তাদের প্রতিবেশী গোলাম মওলা, তার ছেলে রাসেল মিয়া (২৫), উজ্জল মিয়া (৪৫), মনিষা বেগম, শর্মিলা বেগম, শাপলা বেগম, জামাই আরাফাত হোসেন সহ কয়েকজন অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা বাথরুম থেকে গৃহবধূ মাফরুহা বেগমকে টেনেহিঁচড়ে বের করে বেধড়ক পেটানোর একপর্যায়ে মাটিতে ফেলে ছোরা দিয়ে জবাই করার জন্য উদ্যত হলে, প্রতিবেশী মোর্শেদা বেগম নামের এক মহিলা এ দৃশ্য দেখে সন্ত্রাসীকে ধাক্কা দেয়। এরপর তাদের দুজনকেই বেধড়ক পিটিয়ে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা, স্বর্নালংকার নিয়ে যায়।
এ ঘটনায় মসজিদ থেকে গ্রামবাসী ছুটে আসেন। সন্ত্রাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। অপরদিকে গ্রামবাসী তাদের বাড়ীঘরে তালা ঝুলিয়ে দিয়েছে।
Leave a Reply