পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের লোকজন বলপুর্বক এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশের একমাত্র রাস্তা ইটের দেয়াল নির্মান করে বন্ধ করে দিয়েছে। এরা হলো- একই গ্রামের মৃত: আব্দুল বাতেনের ছেলে মোঃ ফারুক, শাজাহান ও সামিউল ইসলাম। যে কারনে ওই ব্যবসায়ীর স্কুলে পড়ুয়া ছেলে মেয়েসহ পরিবারটি এখন বিপাকে পড়েছে। অভিযোগে জানা গেছে,পীরগঞ্জের মাদারগঞ্জ হাট সংলগ্ন একবারপুর পূর্ব পাড়া গ্রামের মৃতঃ আব্দুল বাতেন সরকারের ছেলে ব্যবসায়ী রুহুল আমীন সরকার থানায় দেয়া এক লিখিত অভিযোগে উল্লেখ করেছেন,গত সোমবার সকাল ৮ টায় তার পৈতৃক সুত্রে পাওয়া ভোগ দখলীয় বাড়ির পিছনে ও সামনের যাতায়াতের একমাত্র রাস্তাটি ইটের দেয়াল দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। ফলে তারা এখন বাড়ি থেকে বের হতে পারছেন না। গৃহকর্তার স্কুল পড়ুয়া ছেলে মেয়েসহ বাড়ির অন্যান্য সদস্যরা গৃহবন্দি অবস্থায় রয়েছে। উল্লেখ্য,গত ১০ জুলাই অভিযুক্ত ব্যাক্তিরা রুহুল আমীনের নিজস্ব যাতায়াতের রাস্তায় রোপনকৃত শতাধিক ইউক্যলিপ্টাস ও মেহগনি গাছ কেটে ফেলেছে।
Leave a Reply