পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে আঃ রউফ ওরফে বাদশা নামের এক ব্যক্তি পৈত্রিক সুত্রে পাওয়া ১০ শতাংশ জমি জোর পূর্বক জবর দখল করে বসতবাড়ী নির্মাণ করেছেন শওকাত আলীগংরা। অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃতঃ হেমায়েতুল্লাহ সরকারের পুত্র আঃ রউফ ওরফে বাদশা গঙ্গারামপুর মৌজার তফশীলভুক্ত দাগ নং- ৭৩৩ জমির পরিমাণ- ১০ শতাংশ দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন তিনি। বর্ণিত জমির মালিকানা দাবী করে একই গ্রামের মৃত: আ: সোবহানের পুত্র শওকাত আলী, শামছুল, সেলিম মিয়াগংরা বাদশা মিয়ার জমিতে গত বৃহস্পতিবার পুনরায় প্রতিপক্ষরা টিউবওয়েল বাথরুমসহ ঘর স্থাপন করার চেষ্টা করলে তাতে বাধা দেন বাদশা। এ ব্যাপারে কয়েক দফা গ্রাম্য শালিস, থানা ও কোর্টে মামলা হলেও তারা না মেনে গায়ের জোরে শওকাতগং আমার জমিতে প্রায় ১৫ বছর ধরে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করছে। এ ঘটনায় থানায় উভয়পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। এ দিকে শওকাতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ৯ এপ্রিল শুক্রবার বিকালে বিবাদমান জমিতে টিউবওয়েল স্থাপন করা হয়েছে বলে বাদশা মিয়া জানান। এ বিষয়ে পীরগঞ্জ থানার এস আই ফয়জার রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তাদের বাড়ীতে পানির ব্যবস্থা না থাকায় থানায় অভিযোগ করলে মানবিক দিক বিবেচনা করে এ কাজটি করা হয়েছে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে যে কোন সময় বড় ধরণের রক্তক্ষয়ী সংষর্ঘের আশংকা করছে এলাকাবাসী।
Leave a Reply